ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ মানবিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে মানিক পুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার। ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশ রেজিস্টেশন নাম্বার ৫৬ সনদ নং ০৫৫৫৯, ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশ ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারিতে আত্নপ্রকাশ করে, শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে সংগঠন টি, এ ছাড়াও করোনা মহা-মারিতে মানুষের পাশে থেকে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সেবা দেয়া, বন্যার সময় দুর্ভিক্ষ এলাকায় গিয়ে মানুষের মাঝে ত্রাণ বিতরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হাসপাতালে রক্ত দেয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় রাস্তা,ঘাট মেরামতের কাজ সহ সামাজিক ও বিভিন্ন মানবিক কাজে অবদান রাখছে প্রতিনিয়ত। এছাড়াও বাল্য বিবাহ রোধ ও মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে।
এসময় ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফাহাদ মোল্লা তিনি জানান যুব সমাজ কে মাদক থেকে দূরে সরানো ও তাদের কে যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজ কে দেশের সম্পদ হিসেবে পরিনত করতে চাই। এছাড়াও সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে যুব সমাজ কে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। ইতিপূর্বে আমাদের সংগঠন অসংখ্য উন্নয়ন মূলক কাজে জরিত ছিলো এরই ধারাবাহিকতায় মানিক পুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা হয়েছে তিনি আরো জানান মানিক পুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার সুনামের সহিত মুন্সিগঞ্জের মানুষকে সেবা দিয়ে আসছে এছাড়াও বিনামূল্যে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে আমরা আশাকরি আমাদের ইয়ুথ ভলান্টিয়ার ফোরাম বাংলাদেশ ও মানিক পুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার একসাথে ভবিষ্যতেও মানুষের সেবায় নিয়োজিত থাকবে।
এসময় মানিক পুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর মো. ফাইজুল ইসলাম, মানিক পুর ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের কর্মকতা ও কর্মচারি বৃন্দ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply