ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ টংগিবাড়ীতে রাস্তা দখল করে বাজার, গাড়ির স্ট্যান্ড ফলের দোকান উপজেলার রাস্তা দখল করে রাস্তার অর্ধেকটা দখল করে চলছে বেচাকেনা! পিছনে আটকে রয়েছে শত শত গাড়ি। কারোই কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। সড়কে সৃষ্ট যানজট দেখেও না দেখার ভান করছে দোকানিরা। একটু এগোলেই চোখে পড়বে সারি সারি অটোরিকশা রাস্তা দখল করে বানিয়ে নিয়েছে নিজেদের স্ট্যান্ড। ফলে একই রাস্তার দুই জায়গায় দখল হওয়ায় যান চলাচলের কোনো জো নেই।উপজেলা রোডে গিয়ে দেখা যায় এ চিত্র। থানা রোড থেকে বালিগাও রোড পর্যন্ত অবৈধ দখলের কারণে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। সড়কের অর্ধেক অংশ দখল করে বসেছে কাঁচাবাজার, ফলের ভ্যানরাস্তার পাশে হাসাইল ও দিঘির পারে চলাচলকারী অটোরিকশার অঘোষিত অবৈধ স্ট্যান্ড। ফলে উপজেলার অন্যতম ব্যস্ত সড়কটিতে সব সময় লেগে থাকে অসহনীয় যানজট।রাস্তা দখল হওয়ায় প্রতিদিনই সীমাহীন যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।শুধু রাস্তা দখল করেই শেষ নয়, মানুষের হাঁটাচলা করার ফুটপাত পর্যন্ত দখল করে রেখেছেন ফল ও সবজি বিক্রেতারা। যদিও রাস্তার পাশে ভিতরের গলিতে রয়েছে স্থায়ী একটি বাজার। কিন্তু ব্যবসায়ীরা এই বাজারে না বসে রাস্তাকেই বাজার বানিয়ে ফেলেছেন। স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তা দখলের কারণে তাদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে থাকতে হয়। এছাড়া রাস্তা দখল করে অটোরিকশার অবৈধ স্ট্যান্ড বানানোর কারণে উপজেলার সামনে সব সময় লেগে থাকে জটলা।এসব কারণে উপজেলার রোড কার্যত স্থবির হয়ে থাকে সারাদিন। নাম প্রকাশে অনিচ্ছুক পরিবহনের চালক বছির মিয়া বলেন, “রাস্তা দখলের কারণে গোয়াল বাড়ী ব্রিজ থেকে দীর্ঘ যানজট লাইগা থাকে। ঘণ্টার পর ঘণ্টা বইসা থাকতে হয়। সিএনজি চালক সাজ্জাদ বলেন, “এমনে রাস্তা দখল কইরা রাখে এইটা কোন দেশের আইন। কেউ কিছু কয় না। রাস্তা হইছে গাড়ি চলনের লাগি কিন্তু হেরা বাজার ও গাড়ির স্ট্যান্ড বানায়া রাইখা দিছে। এহন যানজটের ঠেলায় আমরা বাঁচি না। ”প্রতিদিন যাতায়াত করা যাত্রী শিহাব বলেন, সরকার এত সড়ক নির্মাণ করছে যানজট নিরসনের জন্য। কিন্তু বছরের পর বছর ধরে রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছে যে রাস্তাগুলো সেটা সরাতে পারে না কেন? এসব রাস্তা থেকে দখল সরানো না গেলে কোনো কাজেই আসবে না কোনে উন্নয়ন খোঁজ-খবর নিয়ে জানা যায়, বহুদিন যাবত রাস্তাটি দখল হয়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক চেস্টা করা হচ্ছে এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা করবো যানজট কমানোর জন্য।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply