আজ ১ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ বুক ক্লাব ঘোষিত ২৮তম বই দিবস। প্রতি বছরের ন্যায় এবারও ভাষার মাসের সূচনালগ্নে সকাল ৮ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা জানানো শেষে বাংলাদেশ বুক ক্লাব ও উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে উদয়ন স্কুলের মিলনায়তনে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বই দিবস উৎযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের মাননীয় রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। বিশেষ অতিথি ছিলেন উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ জহুরা বেগম। বুক ক্লাবের উপদেষ্টা প্রফেসর ড. সেলিমা সাঈদ। সভপাতিত্ব করেন বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি, সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান। বুক ক্লাব মহাসচিব সালাহউদ্দীন কুটু’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বুক ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সঙ্গীতশিল্পী জামিউর রহমান লেমন, বাংলাদেশ বুক ক্লাবের যুগ্ম সম্পাদক মাহমুদ খান বিজু, নির্বাহী সদস্য নাসিমুল বারী, শাহিনুর আলম, মসলেহ উদ্দিন খান মজলিস, বাংলাদেশ শিশু সংগঠক ঐক্য জোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ প্রমুখ।
চার দশকের ঐতিহ্য নিয়ে বাংলাদেশ বুক ক্লাব বই পাঠক তৈরিতে এক অনন্য ভূমিকা রেখে আসছে। এবার বাংলাদেশ বুক ক্লাব স্কুল-কলেজ শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ১১-১২ শ্রেণির জন্য মাতৃভাষার মাধ্যমে শিক্ষা; ৯-১০ শ্রেণির জন্য আমাদের ভাষা আন্দোলন; ৬-৮ শ্রেণির জন্য আমার দেশ। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি নেপালের রাষ্ট্রদূত বই পাঠের মাধ্যমে মুক্ত জ্ঞানারোহনের আহ্বান জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিজ মাতৃভাষায় সাহিত্যচর্চার প্রতি আগ্রহি করে তুলবে তিনি বিশ্বাস করেন। সুন্দর ও পরিপাটি উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রশংসাও করেন তিনি। বিশেষ অতিথি অধ্যক্ষ জহুরা বেগম নেপালের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, আধুনিক যুগে বাতাসে ভাসা অনলাইন বই পড়ার চেয়ে মুদ্রিত বই পড়ায় আনন্দ বেশি। তাই কিশোর-কিশোরীদের মুদ্রিত বই পড়ার প্রতি আহ্বান জানান। সভাপতি তার ভাষণে নেপালের রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠান শেষে সংগীতানুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply