টাঙ্গাইল জেলা প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লা এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী।
নিহতদের মধ্যে প্রাথমিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সাঈদ। অপরজনের নাম পাওয়া যায়নি।
প্র্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুল্লা নামক স্থানে ঢাকাগামী লেনে কলা বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এসময় ট্রাকের পেছনে থাকা একটি কাভার্ডভ্যান গাড়িটি থামানোর জন্য সজোরে ব্রেক করে। কাভার্ডভ্যানের পেছনে থাকা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ রাখতে না পেরে সজোরে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুসরে যায় এবং ঘটনাস্থলেই দুইজন মারা যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ওই প্রাইভেটকার থেকে আহতদের বের করে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা নিহত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, মরদেহ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গোড়াই হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা টুটুল জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply