ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ ময়মনসিংহের ভালুকায় কাবিটা প্রকল্পের ইটের সলিং রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওয়াহেদের নির্দেশে ১৪ মার্চ বৃহস্পতিবার উপজেলার ভরাডোবা ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্য মোছাঃ যমুনা আক্তার বাঘের বাজার সংলগ্ম ২ নং ওয়ার্ডের মকবুলের দোকান থেকে হানিফ মিয়ার বাড়ি পর্যন্ত ইটের সলিং রাস্তা সম্পন্ন করে দেয়। কিন্তু ১৫ মার্চ সকালে পুরুড়া গ্রামের তানছু মন্ডলের ছেলে পাপপু মন্ডল ৪/৫ জন অজ্ঞাত লোক নিয়ে রাস্তার সমস্ত ইট উঠাইয়া ফেলে। পরে খবর পেয়ে ইউপি সদস্য মোছাঃ যমুনা আক্তার ঘটনাস্থলে পৌছে ইট উঠাইবার কারন জানতে চাইলে পাপপু মন্ডল অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।
প্রতিবাদ করলে পাপপু মন্ডল লোকজন সহ হলে ইউপি সদস্য মোছাঃ যমুনা আক্তারের উপর হামলার চেষ্টা করলে মোছাঃ যমুনা আক্তার দৌরে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে ইউপি সদস্য মোছাঃ যমুনা আক্তার বাদী হয়ে পাপপু মন্ডল সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী কে ভালুকা মডেল থানার লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যপারে অভিযোক্ত পাপপু বলেন, সম্পূর্ণ রাস্তা আমার জমির উপর দিয়েই গেছে। আমি চেয়ারম্যান কে বলেছিলাম এক পাশ দিয়ে রাস্তা নিতে কিন্তু তারা আমার কথায় কর্নপাত না করে অন্তত ৪/৫ ফিট ভিতর দিয়ে রাস্তা করতেছে তাই ইট তুলে ফেলেছি।
ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার বলেন, এটা ৫০ বছরের পুরান রাস্তা। আমরা সঠিক ম্যাপ অনুয়ারী রাস্তা করিয়েছি। এই রাস্তার ইট তুলে ফেলার ঘটনায় আশ্চর্য হয়েছি। এই ঘটনার বিচার চাই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply