আনোয়ার হোসেন।নিজস্বপ্রতিনিধিঃ বেনাপোল পৌর শহরব্যাপি নিরাপদ স্যানিটেশন সেবা নিশ্চিতে এবং স্যানিটেশন বিষয়ক টেকসই উন্নয়ণ লক্ষ্যমাত্রা অর্জনে ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করণ’ শীর্ষক এক মূল্যায়ণ এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন সভাপতিত্ব করেন।মঙ্গলবার শহরের সানরুফ হোটেলে পৌরসভার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যান্ত্রিক পদ্ধতিতে পয়ঃবর্জ্য বা মল ব্যবস্থাপণা সেবা ‘সবুজ সেবা’ সম্পর্কে উৎসাহিত করণ এবং সেবা গ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।মেয়র নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ হোসেন, বেনাপোল পৌরসভার সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা বি এম রনি, প্যানেল মেয়র কামরুন্নাহার আন্না, মজনুর রহমান মজনু, কাউন্সিলর শাহিনুর রহমান শাহীন, শহরের শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিগন।
মেয়র নাসির উদ্দিন বলেন, বেনাপোল পৌরসভা ‘সবুজ সেবা’ নামক যান্ত্রিক পদ্ধতিতে অর্থাৎ ভেকুট্যাগের মাধ্যমে সেপটিক ট্যাংক/পিট থেকে মল অপসারণ করায় দুর্গন্ধ না ছড়ায়, মল পরিবেশের সঙ্গে মিশে দূষণ ঘটায়না অর্থাৎ যান্ত্রিক পদ্ধতি বা ভেকুট্যাগের মাধ্যমে মল অপসারণ এবং পরিবহণ পরিবেশের জন্য নিরাপদ এবং রোগ সংক্রমণের ঝুকি কমায়। বেনাপোল পৌরসভার এই সবুজ সেবা ব্রান্ডিং সারা দেশের পৌরসভা ও সিটি কর্পোরেশনের জন্য অনুকরনীয় হবে।
উল্লেখ্য, এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘ওয়াশ এসডিজি’ প্রকল্পের আওতায় নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপণা নিশ্চিতে বেনাপোল পৌরসভার সক্ষমতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করছে। পরামর্শ সভায় ওয়াশ এসডিজি’র পক্ষ থেকে সিটি কো-অর্ডিনেটর সরদার লুৎফর কবীর এবং বিসিসি অফিসার নবনীতা সাহা সামগ্রিক পরামর্শ সভা পরিচালনা করেন। পৌরসভার পক্ষ থেকে মডারেটর হিসেবে ছিলেন বিসিসি ফোকাল হাফিজুর রহমান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply