যশোর জেলা গোয়েন্দা পুলিশেরএক অভিযানে একটি বিদেশি পিস্তল ও ১শ পিস ইয়াবা মাদকদ্রব্যসহ শীর্ষ সন্ত্রাসী শেখ অনিক ওরফে কালা অনিক (২৮), আশরাফুল ইসলাম আশা (৪৫) ও হুমায়ুন কবির (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।গতকাল বুধবার ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার।
গ্রেপ্তাররা শেখ অনিক ওরফে কালা অনিক যশোর সদর শহরের বকচর হুশতলার শেখ রেজাউল ইসলামের ছেলে। আশরাফুল ইসলাম আশা (৪৫) শহরের টালিখোলা মসজিদপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে ও হুমায়ুন কবির (৪৮) যশোরের অভয়নগরের গোয়াখোলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
সংবাদ সম্মেলনে ওসি রুপন কুমার সরকার জানান, ঈদুল ফিতর কে কেন্দ্র করে পুলিশের বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গতমঙ্গলবার রাতে শংকরপুর ব্যাংক কলোনীপাড়াস্থ দিদারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হতে শীর্ষ সন্ত্রাসী শেখ অনিকএবং কালা অনিককে বিদেশি পিস্তল ও ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। একই অভিযানে আশরাফুল ইসলাম আশার নিকট হতে ৫০ পিস ইয়াবা ও সহযোগী আসামী হুমায়ুন কবির মনাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে কালা অনিকের বিরুদ্ধে অস্ত্র, মাদক, দ্রুতবিচারসহ ১৪টা মামলা ও হুমায়ুন কবিরে বিরুদ্ধে ৪টি মাদক মামলা রয়েছে। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply