আনোয়ার হোসেন।নিজস্বপ্রতিনিধিঃ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নোম্যান্সল্যান্ডে অপেক্ষা করছিলেন।গতকাল শনিবার দুপুরে তার মৃত্যু হয়। তার বাড়ি যশোর সদর শহরের বকচর এলাকায়। তিনি বকচরের গোলাম রসুলের ছেলে। তাস পাসপোর্ট নং অ০১১৩১৭২৭
বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস।
ভারতের ইমিগ্রেশনে রোগীদের জন্য আলাদা কোন কাউন্টার না থাকায় মেডিকেল ভিসা নিয়ে যাওয়া রোগীদের লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এর আগেও অনেকে মারা গেছেন’ বলে জানান এই কর্মকর্তা।
এদিকে অনেকেই অভিযোগ করে বলেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম তাড়াতাড়ি শেষ হলেও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস ইচ্ছার মতেকাজ করে থাকেন। এ কারণে নোম্যান্সল্যান্ডের খোলা আকাশের নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঝে মাঝে সে দেশের বিএসএফ লাঠি নিয়ে এসে ধমক গরম দিতে থাকে। বলে কোন রকম লাইন থেকে নাড়াচাড়া হলে খবর আছে।গতকাল শনিবার (৩০ মার্চ) দুপুররের সময় ভিষন গরম আবাহাওয়া ছিলএবং তার মৃত্যু হয়।
যশোর সদর মডেল কোতয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে। তার মরদেহ নিতে অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply