বিপু চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ গত ১৯ মার্চ ২০২৪ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব তোফাজ্জল হোসেন মিয়া এর নেতৃত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যে সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় তারই আলোকে ৩১ মার্চ ২০২৪ ইং তারিখ রোববার জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরে, ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জনাব এ এইচ এম শফিকুজ্জামানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থা/অধিদপ্তর/কর্তৃপক্ষের প্রতিনিধিবৃন্দসহ ইলেকট্রনিক্স মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব জনাব ইমরান হাসান, ১ম যুগ্ন মহাসচিব জনাব মোঃ ফিরোজ আলম সুমন ও সমিতির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব লাবনী হাসনা চৌধুরী। সমিতির পক্ষে বক্তব্য রাখেন মহাসচিব জনাব ইমরান হাসান।
মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়, তার মধ্যে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে-
“কোন সংস্থা কর্তৃক একা একা মোবাইল কোর্ট নয়” “মোবাইল কোর্ট পরিচালিত হবে সমন্বিতভাবে, যেখানে এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন”।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply