” ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ “। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দময় দিন হলো পবিত্র ঈদ-উল ফিতর। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে টেনে নেয়ার মধ্যে দিয়েই যেন ঈদের আনন্দ পূর্ণতা পায়। সৌহার্দ্য, ভালোবাসা ও মিলনের মধ্যে দিয়ে চন্দ্র রাত থেকেই শুরু হয় ঈদ-উল ফিতর। একমাস সিয়াম সাধনার মাধ্যমে আত্ম পরিশুদ্ধর ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগর বাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর গণ-ফ্রন্ট এর (সাধারণ-সম্পাদক) আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের কেন্দ্রীয় কমিটি (সহ প্রচার সম্পাদক) প্রিন্স নিউজ ২৪বিডি.টিভি ও দৈনিক সময়ের ডাক পত্রিকা (সম্পাদক / প্রকাশক) মোঃ টুটুল তালুকদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল সম্প্রদায়ের জন্য মঙ্গল কামনা করে বলেন, ঈদ মানে ধনী গরীব ভেদাভেদ ভুলে সকলে এক সাথে পবিত্র ঈদ উল ফিতরে মিলে মিশে আনন্দে মেতে ওঠা।
ঈদ সকল সকলের জীবনে বয়ে আনুক অনাবিল খুশি আর আনন্দ, আসুন ধনী-গরীব মিলে মিশে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে সুন্দর জীবন কামনা করি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply