সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গরীব অসহায়দের নামে ভিজিএফ’র চাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগে আটগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে শাল্লাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় শাল্লা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে নজরুল ইসলামের পরিচালনায় বক্তারা বলেন, ঈদের আগে গরীব অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণের নির্দেশনা থাকলেও প্রধানমন্ত্রীর দেয়া এসব চাল গরীবদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ ও লুটপাট করে নিয়ে যায় ইউপি সদস্য কামরুজ্জামান। এসব চালের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার সরজমিনে উপস্থিত থেকেও চাল লুটপাট ঠেকাতে ব্যর্থ হয়। চাল লুটপাটের ঘটনা ৯ দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন করেনি স্থানীয় প্রশাসন। এমনকি চাল লুটপাটের একটি ভিডিও ফুটেজও রয়েছে প্রশাসনের কাছে। এত প্রমান থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহন করা হয়নি। বক্তারা আরো বলেন, প্রতিবছরই আটগাঁও ইউনিয়নের চাল লুটপাটের ঘটনা ঘটে। এগুলো ধামা চাপা দেওয়ার ফলেই অসহায় মানুষেরা ভিজিএপের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে ইউপি সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। এসময় আরো উপস্থিত ছিলেন, মারুফ মিয়া, সাজ্জাদনুর, ইজাজুল মিয়া, মাসুম মিয়া, শাকিল মিয়া, সাজু মিয়া ও তাওরিদ মিয়া প্রমুখ।##
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply