আনোয়ার হোসেন, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ৪র্থ ধাপে ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ। ৯ মে (বৃহস্পতিবার) সকাল থেকে প্রার্থীরা সরাসরি অথবা অনলাইনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করছেন। চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন।
চেয়ারম্যান পদে মোঃ গোলাম মোস্তফা, মোঃ মহিউদ্দিন, মোঃ নজরুল ইসলাম, দেওয়ান ফেরদৌসুর রহমান, কামরুজ্জামান, মোঃ রফিকুল ইসলাম পিন্টু ও মোহাম্মদ রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ এজাদুল হক, মোহাম্মদ আফরুজামান, হোসাইন মোঃ রাজিব, আতিকুল্লাহ, মোঃ আবুল হোসাইন খোকন, খন্দকার মওদুদ আহমেদ ও হুমায়ূন আহম্মেদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাহমুদা সুলতানা মুন্নি, মোছাঃ খাদিজা আক্তার ও মোছাঃ শিউলী আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২ মে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। ১৯ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২০ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৫ জুন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ভালুকা উপজেলায় ১টি পৌরসভা সহ ১১টি ইউনিয়নে মোট ৩ লাখ ৩৯ হাজার ৯৬০ জন ভোট রয়েছে। যার মধ্যে ১ লাখ ৬৯ হাজার ৬৫৯ জন পুরুষ, ১ লাখ ৭০ হাজার ২৯৯ জন নারী ও ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে। সকল প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের দাবী জানান। তারা বিজয়ী হতে পারলে ভালুকার নানা রকম উন্নয়নমূলক কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছে স্থানীয় ভোটাররা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply