ফাহাদ মোল্লা, নিজস্ব প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে টংগিবাড়ী উপজেলায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে আচারনবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপে ২১ মে টংগিবাড়ী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে শনিবার (১১ মে) টংগিবাড়ী উপজেলা পরিষদের হলরুমে আচারনবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক আবু জাফর রিপন বিপিএএ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার আসলাম খান মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন টংগিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা এম কে বশির আহমেদ।
এসময় প্রধান অতিথি জেলা মুন্সিগঞ্জ প্রশাসক আবু জাফর রিপন বলেন, টংগিবাড়ী উপজেলা পরিষদ ভৌগোলিক কারণে মুন্সিগঞ্জের একটি বিশেষ বৈশিষ্টমন্ডিত উপজেলা অনান্য উপজেলার চাইতে আয়তনে ও বড়, জনসংখ্যাও বেশি। তাই টংগিবাড়ী উপজেলার নির্বাচন একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের কোন গাফিলতি থাকবে না। প্রতিটি দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা দৃঢ প্রতিজ্ঞ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সংশয় থাকার কোন সুযোগ নেই। ডানে বামে করারও কোন সুযোগ নেই। এ সময় টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসাইন জানান একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন টংগিবাড়ী উপজেলা বাসি কে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply