জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ মে) সকাল ৭.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী’র সভাপতি স্বপন কুমার সাহার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব হামিদা খাতুন সেলি ও অন্যান্য নেতৃবৃন্দ।
স্বপন কুমার সাহা শ্রদ্ধা নিবেদন শেষে এক বক্তব্যে তিনি বলেন, অসাম্প্রদায়িক চেতনা ছিল তার সাহিত্যের আরেকটি উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও কাজী নজরুল ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তিনি। তার কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে তার লেখনী। তার কবিতা ও গান যুগ যুগ ধরে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে মানুষকে। বিদ্রোহী কবি কাজী নজরুল আমাদের বাঙালির জাতীয় কবি হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে। বর্তমান সরকারের কাছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গ্যাজেটে অন্তর্ভূক্ত করার জন্য জোর দাবি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply