আনোয়ার হোসেন তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের অভিযানে ০৩টি চোরাই গরুসহ ০৩ জন গরু চোর গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায় শেফালী খাতুন (৪৫), স্বামী-মোঃ বজলুর রহমান, পিতা-কোরবান আলী, মাতা-তহুরা খাতুন, সাং- কাজির শিমলা দুলাল বাড়ী, থানা- ত্রিশাল, জেলা- ময়মনসিংহ থানায় আসিয়া ১। মোঃ আঃ সালাম (৪৮), পিতা-মৃত কছিম উদ্দিন, পালক পিতা-মজিবুর রহমান, সাং-গোড়ার কান্দা, ২। মুহিদুল ইসলাম মারুফ (২১), পিতা-আজিজুল হোসেন, মাতা-জোসনা বেগম, সাং-রানাগাছা, উভয় থানা-জামালপুর সদর, জেলা-জামালপুর, ৩। মোঃ মোশারফ ওরফে শরিফুল (২৪), পিতা-রিয়াজুল ইসলাম, মাতা-মর্জিনা বেগম, সাং- তাম্বুলপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ করেন যে,৭ জুন সন্ধ্যায় তাহার ০৩টি গরু গোয়াল ঘরে বাধিয়া রাত অনুমান ১১.ঘটিকার সময় খাওয়া দাওয়া শেষ করিয়া ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ভোর অনুমান ০৪.৩০ ঘটিকার সময় ঘুম থেকে জাগিয়া গরুর গোয়াল ঘরে যাইয়া বাদীর গরু ০৩টি দেখিতে না পাইয়া বাড়ী সহ আশে পাশে খোজা খুজি করে পায়না পরে তারা মোবাইল ফোনে ত্রিশাল থানার ডিউটি অফিসারকে গরু চুরির বিষয়টি জানায়। পরে ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার সময় লোক মুখে জানিতে পারেন যে, ত্রিশাল থানাধীন কাজির শিমলা দুলাল বাড়ী সাকিনস্থ জনৈক বজলুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনের পাশের্ব ০৩ জন চোর ও ০৩টি গরু, পিকাপ গাড়ী সহ পুলিশ আটক করেন এবং অজ্ঞাতনামা ২/৩ জন চোর দৌড়াইয়া পালাইয়া যায়। উক্ত সংবাদের পর বাদী তাহার স্বামী মোঃ বজলুর রহমান ও ছেলে-শেখ সারোয়ার হোসেন ঘটনাস্থলে যাইয়া তাহার গরু ০৩টি সনাক্ত করে। পরবর্তীতে ত্রিশাল থানা পুলিশ গরু ০৩টিসহ চোরাই কাজে ব্যবহৃত ব্লু কালারের পিকআপ গাড়ী যাহার রেজি নং ঢাকা মেট্রো ন -২০-৮২৭১ জব্দ করিয়া থানায় নিয়ে আসেন। বাদীর ধারণা উল্লেখিত এজাহার নামীয় আসামী সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীগন ইং ০৭/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার পর হইতে ০৮/০৬/২০২৪ তারিখ রাত অনুমান ০৪.৩০ ঘটিকার মধ্যে যে কোন সময় সংগোপনে বাদীর গোয়াল ঘরে প্রবেশ করিয়া তাহার ০৩টি গরু চুরি করিয়া নিয়া ত্রিশাল থানাধীন কাজির শিমলা দুলাল বাড়ী সাকিনস্থ জনৈক বজলুর রহমান এর পোল্ট্রি ফার্মের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহগামী লেনের পাশের্ব গরুগুলো গাড়ীতে তোলার সময় টহল পুলিশের নিকট হাতে নাতে আটক হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান আমরা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গরু উদ্ধার করতে সক্ষম হই। ঈদ কে সামনে রেখে আমরা জনগণের জানমালের নিরাপত্তায় সবসময় প্রস্তুত। গরু গুলোর মুল্য প্রায় ১,৭৫,০০০ টাকা।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply