ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’, প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ে ওই জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া। এসময় অন্যান্নদের মাঝে আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান, মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ, উপজেলা সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ সভা কক্ষে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply