আনোয়ার হোসেন তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আল আমীন আরিফ সঙ্গীয় এস আই হুমায়ুন কবীর, এএসআই নজরুল ইসলাম, এ এসমাই রিপন মিয়া, সঙ্গীয় ফোর্চ সহ আসামী মো চুন্নু মিয়া , পিতা মোঃ মিন্টু মিয়া, মাতা কল্পনা আক্তার, সাং-সাকুয়া বাজার, চল্লিশা ইউপি, খানা নেত্রেকোনা সদর, জেলা নেত্রকোণাকে ইং ১২/০৬/২০২৪ তারিখ রাত্র ০২.৩০ ঘটিকার সময় দুর্গাপুর থানা মোড় এলাকা হইতে, ওমর ফারুক (৩০), পিতা- মৃত চাঁন মিয়া, মাতা-মোছাঃ পারুল আক্রাব, সাং-গৌরীপুর,খানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোপকে ইং ১২/০৬/২০২৪ তারিখ রাত্র ০৫.১৫ ঘটিকার তার নিজ বাড়ী হইতে, মোঃ ফরিদুল ইসলাম (৩২), পিতা- মৃত কালু মিয়া, মাতা রেজিয়া খাতুন, সাং-গৌরীপুর, থানা কলমাকান্দা, জেলা-নেত্রকোণাকে ইং ১২/০৬/২০২৪ তারিখ রায় ০৫.৪৫ ঘটিকার সময় তার নিজ বাড়ী হইতে গ্রেফতার ৪। মোঃ রবিউল আওয়াল (৩০), (প্রাইভেটার ড্রাইভার) পিতা- মৃত সুকন মিয়া, মাতা- নার্গিস আক্তার, সাং-অভয়পাশা দূর্গাশ্রম, থানা-আটপাড়া, জেলা- নেত্রকোণাকে ইং ১১/০৬/২০২৪ তারিখ রাত ০২.৩৫ ঘটিকার সময় তার নিজ বাড়ীতে হইতে, ৫। মোঃ আজিজুল হক (২৫), (প্রাইভেটার প্রাইভার), পিতা- মৃত আঃ হাফিজ, মাতা-মোয়া। রাহেলা বেগম, সাং-কাওলিকোণ, খানা-নেত্রকোণা সদর, জেলা- নেত্রকোণাকে ইং ১১/০৬/২০২৪ তারিখ রাত ২২.১৫ ঘটিকার সময় নেত্রকোণা সদর কোর্টের সামনে পাকা রাস্তার উপর হইতে, ৬। মোঃ কাউসার উদ্দিন (৩২), পিতা- মৃত আমিনুল হক, মাতা-কোহিনুর আক্তার, সাং-মাহমুদপুর, ৩নং ওয়ার্ড, নেত্রকোণা পৌরসভা, খানা- নেত্রকোণা সদর, জেলা-নেত্রকোণাকে ইং ১২/০৯/২৬২৪ তারিখ ৪. ০ ঘটিকার সময় নেত্রকোণা সদর থানা সংলগ্ন কালীবাড়ী মোড় হইতে গ্রেফতার করিয়া করা হয়। উল্লেখিত আসামীগন আন্তঃজেলা সক্রিয় চোর চক্রের সদস্য। তাহারা সংঘবদ্ধভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করিয়া চুরি, চিনতাই সহ বিভিন্ন প্রকার অপরাধমূল কর্মকান্ড করিয়া থাকে। মামলার বাদী একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবৎ ট্রান্সপোট ব্যবসার সহিত জড়িত। তিনি ট্রান্সপোর্ট এর মালামাল চুক্তিভিত্তিক ট্রাক যোগে এক স্থান হইতে অনাস্থানে পৌছাইয়য়া দেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন মোহনগঞ্জ পৌরসভার চাউল ব্যবসায়ী জনৈক টিপু সুলতানের সহিত যুক্তিমতে তাহার চাউলের আড়ৎ হইতে ২০ (বিশ) টন চাউল, যার মধ্যে ৫০ কেজিনা ২৯০ বস্তা চাউল, ২৫ কেজির ২০০ বস্তা চাউল এবং ১০ বস্তা খুদ, ট্রাক সহ মালামালরে সর্বমোট মূল্য অনুমান- ২৯,৬৫, ২০০/-টাকা হইবে বালীর নিজ লিগায় নিয়া ইং-৩১/০৫/২০২৪ তারিখ রাত অনুমান ০১.০০ ঘটিকার সময় প্রদান মোতাবেক ট্রাক নং-ডাকা মো] উট-২০-৭০৯৫-তে লোড করেন। এরপর চাউন বোঝাই ট্রাক নিয়া গ্রাইভার মোঃ নালিন (৩২), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং-বরাট, খানা-দেবীদ্বার, জেলা-কুমিল্লা ও গাড়ীর হেলপার মোঃ সজিব (২৪), পিতা- মোঃ তোতা মিয়া, সাং-নলভাট, গাদানায়পুরা, জেলা-নংসিংদীময় মোহনগঞ্জ হইতে। ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গাড়ীর এইভার ও হেলপারদ্বয় চাউলের নক্সা বোঝাই ট্রাক গাড়ীটি চালহিয়া একই তারিখ অর্থাৎ ইং ৩১/০৫/২০২৪ তারিখ ভোর রাত্র জনুমান ০৪.২০ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন বাগান সাবিনস্থ মতি চেয়ারম্যান বাড়ির মোড়ের অনুমান ৩০০ গঞ্জ উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা গামী লেনে পৌছিলে, গ্রেফতারকৃত আসামীগন সহ তাদের সঙ্গীয় অজ্ঞাত আসামীগন পিছন দিক হইতে দুইটি সাদা রঙের প্রাইভেটকার দিয়া ট্রাকটি ধাওয়া করিয়া ট্রাকের সামনে গিয়া ব্যারিকেড দেয়া। ড্রাইভার ট্রাক থামানোর সাথে সাথেই প্রাইভেটকার হইতে উল্লেখিত গ্রেফতারকৃত আসামীগনসহ মামলার ঘটনায় জড়িত অপরাপর অজাতনামা আসামীগন মুখে মাস্ক পরিহিত অবস্থায় ধারালো অস্ত্র হতে নিয়া ট্রাকে উঠিয়া অস্ত্রের আভীতি দেখাইয়া ট্রাকের নিয়ন্ত্রন নেয় এবং ট্রাকের প্রাইভার ও হেলপারদ্বয়কে মারধর কবিয়া ট্রাক হইতে নিচে নামায়। এরপর গ্রেফতারকৃত আসামীগন সহ তাদের সঙ্গীষ আসামীগন ট্রাক জইিতাব নাসিরকে হাত-পা ও মুখ বাঁদিয়া একটি প্রাইভেটকারে উঠাইয়া সবার দিকে রওনা হয় এবং ট্রাকের হেলপার সজিবকে হাত-পা ও মুখ গাঁতিয়া আরেকটি প্রাইভেটকারে উঠাইয়া মলমনসিংহের দিকে রওনা হয়। গ্রেফতারকৃত আসামীদের সঙ্গীয় আসামী চাউল ও খুদ বোঝাই ট্রাক গাড়ীটি নিয়া দক্ষিণ দিকে ঢাকা গামী মহাসড়ক যোগে চলিয়া যায়। এদিকে বাসী গাড়ির ড্রাইভারের সহিত যোগাযোগ করিলে ড্রাইভারের মোবাইল নম্বর বন্ধ পাইয়া গাড়ির মালিকের নম্বরে কল করিলে মালিক জানায়, “ড্রাইভারের নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর সজল অনুমান ১০/৩০ ঘটিকার সময় গাড়ির মালিক বাসীকে মোবাইল ফোনে জানায়, গাড়িটি ছিনতাই হয়েছে এবং গাড়ির ড্রাইভারকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায়। শ্রীপুর এলাকার একটি স্বঙ্গল হইতে পথচারী লোকজন উদ্ধার করেছে। পথচারীর মোবাইল হইতে ড্রাইভার মালিককে জানাইলে মালিক এই সম্পর্কে জানিতে পারে। অপর দিকে শেরপুর এর নকলা এলাকা হইতে হেলপারকে হাত-পা ও মুখ বাধ্য অবস্থায় এক কৃষক উদ্ধার করিলে, হেলপার সেখান হইতে মোবাইল ফোনে ঘটনার বিষয়টি জানায়। ইং ৩১/০৫/২০২৪ তারিখ তোর বার অনুমান ০৪:২০ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন বাগান সাকিনস্থ মতি চেয়ারম্যান বাড়ির মোড়ের অনুমান গজ উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চারা গামী দেন হইতে গ্রেফতারকৃত আসামীগন সহ তাদের সদীয় অজ্ঞাত নামা আসামীগন পরস্পর যোগসাজশে উংকৰ ইভাব হেলপারকে মারপিট করতঃ ধারালো অস্ত্রের অরয়তি প্রদর্শন করিয়া ২০ টন চড়িল, মূল্য অনুমান ৯.৬৫.২০০/- টাকা সহ ঢাকা-মেট্রো-ট-২০-৭০৯৫ ট্রাক, মূল্য অনুমান ২০,০০,০০০/- টাকা জোর পূর্বক ছিনাইয়া নের। মামলাটি তদন্তকালে বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ছিনতাইকৃত উদ্রোণিত ট্রাকটি উদ্ধার করা গেলেও টকে থাকা চাউল ও খুদ উদ্ধার করা সম্ভব হ্য় নাই। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply