নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ঘুরতে এসে ছিনতাইকারীদের রামদার আঘাতে আহত হয়েছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) এক শিক্ষার্থী। অবস্থা গুরুতর হওয়ায় আহত শেখ সাজিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পামবাগান এলাকায় এ ঘটনা ঘটে।ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীর নাম শেখ সাজিদ আল আহমেদ। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির চূড়ান্ত টার্মের ছাত্র বলে পরিবার সূত্রে জানা গেছে।
জানা যায়, শেখ সাজিদ আল আহমেদ তার বান্ধবীকে নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরতে এসেছিলেন। রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পামবাগান এলাকায় গেলে তারা দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীদের সঙ্গে রামদা ছিল। ছিনতাইয়ে বাধা দিলে শেখ সাজিদকে তারা কুপিয়ে জখম করে। একই ঘটনায় সাজিদের বান্ধবীও আহত হন।
পরে দুজনকেই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ায় শেখ সাজিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মুনিয়া রহমান বলেন, ‘সাজিদের দুই হাতের তালুতেই ডিপ কাট ইনজুরি (গভীর ক্ষত) ছিল। এ কারণে রক্তপাত বেশি হচ্ছিল। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বলেন, ‘এর আগেও ছিনতাইয়ের খবর শুনে আমরা সেখানে গিয়েছিলাম। তবে সেখান থেকে পালানোর অনেক রাস্তা রয়েছে। তাই আমরা কখনো কাউকে ধরতে পারিনি।’
হাটহাজারী থানার ওসি মনিরুজ্জামান বলেন,‘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দুইজন ব্যাক্তি ছিনতাইকারীর কবলে পড়েছিলেন। একজনকে ছুরিরাঘাত করে জখম করা হয়েছে। আমরা পুলিশ পাঠিয়েছি সেখানে।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply