গতকাল ০২ জুলাই ২০২৪ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যান্টিনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আহবানে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ভিত্তিক বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময় সভার মাধ্য দিয়ে “মুক্তিমঞ্চ” গঠিত হয়।
সভায় আগত নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে সকল প্রকার শোষণ, নৈরাজ্য, দূর্নীতি, মাদক, সন্ত্রাস নির্মূল করে বৈষম্যহীন কোটার বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মেহেদী হাসানকে প্রধান সমন্বয়কারী, সালমান মাহমুদ ও মোঃ সেলিম রেজাকে সমন্বয়কারী করা হয়।
সভায় শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ আহসান হাবীব, গোলাম রব্বানী হীরু, আব্দুল হাকিম তানভীর, ইমরানুল কবির, জিয়াউল আহসান শাওন, মোহাম্মদ শাহিনুর করিম বাবু, ফরাজী বুলবুল রেজা, মোহাম্মদ আব্দুর রউফ আনসারী, মোহাম্মদ মারুফ হোসেন, রেজাউল করিম রেজা, আবু সোহেল, মোহাম্মদ কামাল হোসেন পাশা, মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখকে সমন্বয়কারী সদস্য নির্বাচিত করে ৭১ সদস্যদের সমন্বয় কমিটি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ভিত্তিক সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা সংগঠন কর্তৃক মনোনীত ব্যাক্তিবৃন্দের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন: শাহ্ মোঃ হানিফ মিয়া, সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, জাফর ইকবাল নান্টু, আব্দুর রশিদ মন্ডল রানা, মোঃ নাসির উদ্দিন, প্রজন্ম ৭১’ সভাপতি ও সাধারণ সম্পাদক, রক্তধারা ৭১’ সভাপতি ও সাধারণ সম্পাদক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক (সকল কমিটি), মুক্তিযোদ্ধা যুব কমান্ড সভাপতি ও সাধারণ সম্পাদক,
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য।
মুক্তিমঞ্চে সভা আগামীকাল বিকেল ০৩/০৭/২০২৪ বুধবার বিকেল ০৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যান্টিনে অনুষ্ঠিত হবে।
মুক্তিমঞ্চের সকল সদস্যদের ও উপদেষ্টা পরিষদের সদস্যদের উক্ত সময়ে সভায় অংশগ্রহণের অনুরোধ করে সভার সমাপ্তি করা হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply