ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ – ময়মনসিংহের ভালুকায় রাস্তা সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তা ইফতেখার আল মামুন গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াঁগাও গ্রামে।
এই ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন বি আর এস ম্যাপ অনুযায়ী সরকারি হালট রাস্তাটি কোথাও সতের ফিট কোথাও দশ ফিট। সরকারি বরাদ্দ দিয়ে রাস্তাটি ছয়ফিট ইটের সলিং করা হয়, বাকী জায়গা মাটি দিয়ে বরাট করে রাস্তা ঠিক রাখতে হবে। কিন্তু তা করতে দেয়নি ইফতেখার আলম মামুন গংরা। তারা ইটের সলিং ঘেষে চারা রোপন করে দিয়েছে। অভিযুক্ত ইফতেখার আল মামুন বলেন, আমি আমার জমিতেই চারা রোপন করেছি। পারিবারিক কারনেই আমি রাস্তার জমি ছাড়ছিনা। স্থানীয় ইউপি সদস্য শাহাদাত শিকদার জানান আমরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন অভিযোগ পেয়েছি সহকারী কমিশনার ভূমি কে সরে জমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply