আজ বিকালে চালু হতে যাচ্ছে মোবাইল ইন্টানেট। মোবাইলে ফোরজি নেটওয়ার্কে যুক্ত হলেই গ্রহকরা ৫ জিবি ডেটা বোনাস হিসেবে পাবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।
রোববার (২৮ জুলাই) সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানান প্রতিমন্ত্রী।
মোবাইল ইন্টারনেট চালুর পর প্রত্যেক গ্রাহক এই বোনাস পাবেন বলে জানান প্রতিমন্ত্রী পলক। তিনি বলেন, ‘যারা মোবাইল ইন্টারনেটের গ্রাহক নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন না থাকার কারণে তাদের প্যাকেজগুলো বা ডেটাগুলো ব্যবহার করতে পারেননি। এসব বিষয় বিবেচনায় রেখে বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি বলেন, আজ ৩টার পর যারা মোবাইল ইন্টারনেটে যুক্ত হবেন, তারা তিন দিনের মধ্যে এই বোনাস প্যাকেজটি পাবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply