অবশেষে প্রত্যাহার করে নেয়া হয়েছে ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর হাসানুজ্জামানকে।
রোববার(১৭ নভেম্বর) সকালে তাকে ফতুল্লা মডেল থানা থেকে প্রত্যাহারের নির্দেশনা দেয়া হয়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান,আমি শুনেছি,তবে নিশ্চিত করে বলতে পারছি না। আপনারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।
পরবর্তীতে জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গনমাধ্যমকে জানান,প্রশাসনিক কারনে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তবে পুলিশের একটি সুত্র জানান,সম্প্রতি নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী ও তার সহযোগিরা থানা কম্পাউন্ডের ভেতরেই একজন বিচারপ্রার্থীকে মারধর করে টেনেহেচড়ে ওসি(তদন্ত) হাসানুজ্জামানের কক্ষে নিয়ে যান। তখন হাসানুজ্জামানও উক্ত বিচারপ্রার্থীকে ধমকান। এ ঘটনা বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং তারা নড়েচড়ে বসেন।
উল্লেখ্য, ইন্সপেক্টর হাসানুজ্জামান সেদিন ছুটিতে থাকলেও থানায় তার কক্ষে হাজির ছিলেন এবং তখনি এ ঘটনা ঘটে। এ নিয়ে পুলিশের উর্ধ্বতন মহল নাখোশ হলে রোববার সকালে হাসানু্জ্জামানকে প্রত্যাহার করে নেয়া হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply