বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের নামে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে খুলনার শিববাড়ি মোড়ে আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন গতকাল রোবিবার ৩৯ জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি, আওয়ামী লীগের কার্যালয়, থানাসহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকাল থেকেই দেশের নানা স্থানে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে রাস্তায় বের হন। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ লোকজন কমপক্ষে ১৪টি স্থানে ক্ষমতাসীন দলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাসভবন ও নিজস্ব কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা।
আওয়ামী লীগের অন্তত ২০টি কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। কমপক্ষে ১১টি জেলায় সরকারি বিভিন্ন স্থাপনা, থানা, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়ে হামলা চালানো হয়। এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসায় হামলা ও আগুন দেওয়া হয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply