বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে অসহযোগ আন্দোলনের ডাকে নরসিংদীর মাধবদীতে একজন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের ৫ নেতাকর্মীসহ ৬ জন নিহত।
৪ আগস্ট ২০২৪ শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী এলাকায় আন্দোলনকারী দুর্বৃত্তরা জড়ো হয়ে সরকার পতনের ১ দফা দাবীতে বিক্ষোভ শুরু করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। একই সময় মাধবদী পৌরসভা মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে সরকারের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়।
আন্দোলনরত দুর্বৃত্তরা যখন মিছিল নিয়ে মাধবদী সদরে প্রবেশ করার চেষ্টা করে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া করলে দুর্বৃত্তদের গুলিতে একজন সাধারণ ব্যবসায়ী নিহত এবং ১০-১২ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এরপরে বিক্ষোভকারী দুর্বৃত্তরা কিছুক্ষণের জন্য একটু আড়ালে থেকে পরে তারা আবার ক্ষিপ্ত হয়ে পুনরায় মাধবদী বাসষ্ট্যান্ড এলাকায় জড়ো হয় এবং মাধবদী পৌরসভা মোড়ে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা করে এলোপাথারিভাবে পিটিয়ে আওয়ামী লীগের ৫ জন নেতাকর্মীকে হত্যা করে।
নিহতরা হলেন ১। মাধবদী উপজেলার চরদিঘলদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন (৪০), ২। জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৮), ৩। নরসিংদী সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু (৩২), ৪। মাধবদী পৌরসভার ১১ নং ওয়ার্ডের সদস্য মোঃ বাবুল মিয়া (৪২), ৫। আওয়ামী লীগের কর্মি কামাল হোসেন (৩৬)।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply