আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ কারফিউ ভেঙে যশোর সদর শহরে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৫ই আগস্ট) বেলা ১১টা থেকে শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন।
এরপর তারা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলেন রাজপথ। তবে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও সদস্যের উপস্থিতি ছিল না। শিক্ষার্থীদের অবস্থানের কারণে বন্ধ হয়েছে যশোর-বেনাপোল মহাসড়কসহ যশোর-খুলনা ও যশোর-ঝিনাইদহ বাইপাস সড়ক।
দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা হঠাৎ উৎসবের আমেজে চিৎকার করতে থাকে আন্দোলনকারীরা। বাংলাদেশ সেনাবাহিনী দেশের দায়িত্ব নিচ্ছে- এমন সংবাদ সুনার পর দাবি করে তারা উল্লাস প্রকাশ করছেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply