ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সভাপতি মঈনুদ্দিন কাদরী শওকত ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এক যুক্ত বিবৃতিতে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বস্তরের জনগণ ও ছাত্রসমাজ অংশগ্রহণ করেন। সেখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলনরত ছিলেন সকলেই। এই বিজয় বাংলাদেশের গণমানুষের বিজয়। এই বিজয় গণতন্ত্রের বিজয়।
বিজয়ের পরবর্তী পর্যায়ে কিছু দুস্কৃতিকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা বিভিন্ন মন্দিরে ও হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আক্রমণ করছে। তাই আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে এই গণতন্ত্রের বিজয়কে নস্যাৎ করার জন্য কিছু অশুভ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। ভাষাসৈনিক অলি আহাদের সুযোগ্য কন্যা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাড়ীতে কিছু দুস্কৃতকারীরা আক্রমণ করে। ঐ সকল অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। আমরা গণতন্ত্র ও প্রগতির পক্ষে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply