আনোয়ার হোসেন নিজস্বপ্রতিনিধিঃ আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে যশোরের বেনাপোল স্থলবন্দর আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে নতুন করে ২ জন কর্মকর্তা ৩৫ কর্মচারীকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।
বেনাপোল স্থল বন্দর পরিচালক বলেন, বন্দরে জনবল স্বল্পতা ছিল। পাশাপাশি বন্দরের বিরাজমান সমস্যা নিরসনে চাহিদা দাবির প্রেক্ষিতে এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার থেকে তারা কর্মস্থলে যোগদান করেছেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম জানায়।
রেজাউল বলেন, বেনাপোল স্হল বন্দরের অপারেশনাল কার্যক্রম সহ সার্বিক কার্যক্রমে সুষ্ঠুভাবে পরিচালনা, বেনাপোল স্হল বন্দরের স্টেক হোল্ডারদের কে যথাসময়ে সেবা প্রদান করা ও বেনাপোল স্হল বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনতে ২ জন কর্মকর্তা ও ৩৫ কর্মচারী কে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে।
এই ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন সহ দুই দিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরে তাদের বেনাপোল স্হল বন্দরের বিভিন্ন শেড, ইয়ার্ড, দপ্তর, শাখায় পোস্টিং দেওয়া হয়ে হয়েছে বলে জানান
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply