আগামী দুর্গা পুজায় সকল হিন্দু সম্প্রদায়ের মন্দির ও পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক লীগ-ডিএল (অলি আহাদ) এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
৩১ আগস্ট শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে হিন্দু জনগোষ্ঠী দুর্গা পুজায় বার বার মন্ডপ ও প্রতিমা আক্রমনের শিকার হয়। এতে হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে তারা সকল সময় আওয়ামী লীগের লিজকৃত সম্পদ বলে মনে করত। এছাড়াও রাজনৈতিক হাতিয়ার হিসেবেও হিন্দু জনগোষ্ঠীকে ব্যবহার করা হয়েছে। স্বৈরাচার হাসিনা সরকার আমলে বিভিন্ন মঠ-মন্দিরে হামলা ও ভাংচুরের ঘটনায় কোন বিচার হয়নি।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাস করি। অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবে বলে আমাদের বিশ্বাস এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন। অদ্য রাজনৈতিক দলসমূহের সাথে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মত বিনিময় সভায় অদ্য বিকাল ৫.৩০ ঘটিকায় ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস উপরোক্ত বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার হুকুমদাতা ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply