৮ অক্টোবর হতে ৫ দিনব্যাপি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেছেন ডেমোক্রেটিক লীগ ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বিপুল উৎসব উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গামবীর্যের মধ্য দিয়ে শারদীয় দূর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে। তিনি আরো বলেন এ বছর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই প্রথমবারের মতো শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। দুর্গা উৎসবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অনুদান দ্বিগুণ করায় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাসহ ধর্ম উপদেষ্টা কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।
এছাড়াও পূজার সার্বিক নিরাপত্তার লক্ষ্যে সারাদেশে পূজা মন্ডপে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, গ্রামপুলিশ মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানান।
সেনা প্রধান ও পুলিশের আইজীপি জাতীয় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। তারা বলেছেন, এবারের পূজায় কোন ধরণের নাশকতার সম্ভাবনা নাই। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক।
শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে ডিএল এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস ঢাকেশ্বরী মন্দিরসহ ঢাকা শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন ও সার্বিক নিরাপত্তার খোঁজখবর নিয়েছেন এবং তিনি বলেছেন ধর্ম যার যার দেশ সবার।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply