এইচ এম আমান, কক্সবাজার : সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ২৫ জন রোহিঙ্গাকে কক্সবাজারের মহেশখালী উপকূলে নামিয়ে দিয়েছে দালালচক্র। পরে ২৪ নভেম্বর দুপরে সোনাদিয়া দ্বীপের প্যারাবন থেকে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়াদের বরাত দিয়ে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলার উঠায় দালালচক্র। এরপর তাদেরকে মালয়েশিয়া পৌছে গেছে বলে ট্রলার থেকে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের প্যারাবনে নামিয়ে দেয় দালাল চক্র।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে প্যারাবন থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার মধ্যে ১১ জন পুরুষ, ১২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে তারা টেকনাফের আশ্রয় শিবিরে থাকা রোহিঙ্গা।
ওসি আরও বলেন, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মহেশখালী থানা নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে তাদেরকে স্ব-স্ব আশ্রয় শিবিরে ফেরত পাঠানো হবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply