রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিবাজ ঠিকাদারের সাথে যোগসাজশে বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি আত্মসাতের অভিযোগে তাকে তলব করা হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দুদকের উপ-পরিচালক শামসুল আলমের স্বাক্ষরিত এক চিঠি পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
চিঠিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে মেডিকেল কলেজে যন্ত্রপাতি ক্রয়ের তালিকা ও ব্যয়িত অর্থের হিসাবের কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।
অভিযোগের বিবরণীতে, দুর্নীতিবাজ ঠিকাদারের যোগসাজশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন মেডিকেল যন্ত্রপাতি কেনা কাটায় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply