নিজস্ব প্রতিবেদকঃ লুঙ্গি পরে শ্রেণিকক্ষে ঢুকলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। আর ছাত্রীরা এলেন শাড়ি পরে।
তাদের লুঙ্গি পরে ক্লাস করার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হলে তা ভাইরাল হয়।
অনেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন বেশভুষা দেখে হতবাক হয়েছেন।
তবে এর কারণ জানার পর নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন সেসব শিক্ষার্থীদের।
জানা গেছে, শ্রেণিকক্ষে ছাত্রদের লুঙ্গি ও ছাত্রীদের শাড়ি পরে আসার ঘটনাটি নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)।
কৃষক ও কিষাণীদের প্রতি সম্মান জানাতে গত ১৯ জানুয়ারি এমন অভিনব উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ভাষায়, কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশের কৃষকরা অবহেলিত। ঠিকমতো দুবেলা ভাত জুটেনা তাদের। অশিক্ষিত উল্লেখ করে প্রাপ্য সম্মানটুকুও দেয়া হয়না কৃষকদের। তাই বিদ্যাপীঠের সর্বোচ্চ শ্রেণিতে কৃষক-কিষাণীর পোশাক পরে ক্লাস করে তাদের সম্মান জানিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে নবিপ্রবির কৃষি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. আল আমীন আকাশ বলেছেন , ‘ক্যাম্পাস লাইফের শেষ ক্লাসকে স্মরণীয় রাখতে এমনটা করেছি আমরা। বাঙালির ঐতিহ্য এবং কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কৃষক ও কিষাণীদের প্রতি সম্মান জানিয়ে মেয়েরা শাড়ি এবং ছেলেরা লুঙ্গি পরে গামছা মাথায় বেঁধে বিশ্ববিদ্যালয় জীবনের শেষ ক্লাস করেছি।’
অন্য আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাস ছিল। খুব আবেগঘন ও স্মৃতিময় সে সময়। আর শিক্ষাজীবনের সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা ব্যাতিক্রমী কিছু স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম।’
তিনি যোগ করেন, ‘যেহেতু আমাদের পঠিত বিষয় কৃষি। তাই এর সঙ্গে সামঞ্জস্য রেখে এবং কৃষকদের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানাতে সবাই এই ধরনের পোশাক পরার সিদ্ধান্ত নিয়েছি ।’
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply