তিনি একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিভিন্ন ছুটি দেখিয়ে দীর্ঘ আট বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন! কিন্তু নিয়মিত বেতন-ভাতাসহ সরকারি সকল সুবিধা ভোগ করে চলেছেন।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে ময়মনসিংহের গফরগাঁও আঠারদানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন তথ্যের সত্যতা পাওয়া যায়।
আট বছর যাবৎ শিক্ষা ছুটিতে থেকেও নিয়ম বহির্ভূতভাবে বেতন ভাতা উত্তোলন করেছেন- এমন অভিযোগে দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি টিম।
দুদক জানায়, সরেজমিনে অভিযানে অভিযোগের সত্যতা পায় দুদক টিম। নথিপত্র যাচাই এবং বিশ্লেষণ করে টিম জানতে পারে, উল্লিখিত শিক্ষক স্বাস্থ্য ছুটি দেখিয়ে তিন দফায় মোট আট বছর যাবৎ যুক্তরাষ্ট্রে বসবাস করে এবং বিদ্যালয়ে পাঠদান না করেই বেতন-ভাতা উত্তোলন করে আসছেন।
সার্বিক পর্যালোচনায় উল্লিখিত শিক্ষক চরম দায়িত্বে অবহেলা ও বেআইনিভাবে সরকারি সম্পদের আত্মসাৎ করেছেন বলে দুদক টিমের নিকট প্রতীয়মান হয়। এ অনিয়মের বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক টিম।
একই টিম গফরগাঁও উপজেলার এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভুয়া কাগজপত্র তৈরি করে কাবিখা প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে অপর একটি অভিযান পরিচালনা করে।
এছাড়া বাংলাদেশ বিমানের কার্গো ভিলেজে কার্গো হ্যান্ডলিং ও পণ্য খালাসে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।
অভিযানকালে দুদক টিম বিমান থেকে আগত অধিকাংশ শিপমেন্ট খোলা আকাশের নিচে রাখা, কার্গো ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যত্রতত্র মালামাল স্টোর করে রাখা, ডেইলি বেসিস লেবার দিয়ে শিপমেন্টের মালামাল লোড-আনলোড করানোর ফলে মালামাল চুরি ও মালামালের ক্ষয়ক্ষতি রোধে কোনো দায়দায়িত্ব না থাকাসহ বেশ কিছু অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় দুদক টিম।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply