দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মিশন রোড এলাকায় অবস্থিত দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে হাসান আলী (৪৫) ওরফে রমজানকে আটক করা হয়। তার বাড়ি জেলা শহরের কুঠিবাড়ী এলাকায়। পাসপোর্ট করিয়ে দেওয়ার নামে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে তাকে আটক করা হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম সাংবাদিকদের জানান, দিনাজপুর জেলা প্রশাসক রবারব একটি আভিযোগের প্রেক্ষিতে দুদক এই অভিযান পরিচালনা করে। হাসান আলীকে একজন সেবা গ্রহীতার কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার সময় আটক করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহছেন উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টির দায়ে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দালাল হাসান আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক বিল্লাল হোসনে জানান, পাসপোর্ট অফিসের দালালদের উপদ্রব নিরসনের লক্ষে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply