মুক্তিযোদ্ধা জাল সনদে পুলিশের চাকরি নেওয়ার অপরাধে নাটোরে ৫ পুলিশ সদস্যকে আড়াই বছর কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার জামাল হোসেনের ছেলে সাজেদুর রহমান, একই এলাকার কাউছার ওরফে বেলুর ছেলে জোবায়ের হোসেন ওরফে পলাশ, নলডাঙ্গা উপজেলার কাটুয়াগাড়ী এলাকার বাবুল মোল্লার ছেলে সাইদুর রহমান, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আমির আলী এবং গুরুদাসপুর উপজেলার হাঁসমারি গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এই আদেশ দেন।
নাটোর আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ’ রায়ের সত্যতা নিশ্চিত করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ২০১১সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাচাই-বাছাইয়ে নিয়োগপ্রাপ্ত ৫ পুলিশ সদস্যের সার্টিফিকেট ভুয়া হিসেবে তদন্তে বেরিয়ে আসে। এরপর ২০১২ সালে নাটোর পুলিশ লাইন্সের আরআই ওয়ান মামুনুর রশীদ বাদী হয়ে ওই ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মঙ্গলবার দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক অভিযুক্ত পুলিশ সদস্যদের প্রত্যেককে আড়াই বছর করে কারাদণ্ড প্রদান করেন। সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের দণ্ডাদেশ দেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply