হামলাকারীদের ফুটেজ
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাস্থিত এসিআই পানিরকল সড়কে মরহুম মীর আনোয়ার হোসেনের বাড়িতে, এসিআই ঔষধ ফ্যাক্টরির কোটি কোটি টাকার ঔষধের গোডাউনের গেটের সামনে ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ২টা নাগাদ কিছু সন্ত্রাসী দুষ্কৃতকারীরা দাঙ্গা-হাঙ্গমা চালায়। এ বিষয়ে খোঁজ নিয়ে জানাযায় যে, উক্ত সন্ত্রাসী দাঙ্গা হাঙ্গামাটি চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) এর কতিপয় অসাধু ভূমিদস্যু কর্মকর্তা কর্মচারীদের ইজারার নামে অবৈধ বাণিজ্য সুবিধাভোগকারী ইজারাদার সন্ত্রাসী বাহিনী।
হামলাকারীদের ফুটেজ
ঘটনার সূত্রপাত থেকে জানাযায়, বিআইডাব্লিউটিসি ‘র সঙ্গে সম্পৃক্ত অন্যান্য ১০টি কোম্পানির মধ্যে সৈয়দ আহম্মদ সুস্তারী একটি কোম্পানির মালিক। বিআইডাব্লিউটিসি ‘র সঙ্গে সম্পৃক্ত তার মালিকানার সম্পত্তি সম্পর্কে বিআইডাব্লিউটিসি ‘র দাপ্তরিক স্বীকারোক্তি রয়েছে যে, উক্ত সম্পত্তিতে বিআইডাব্লিউটিসি ‘র কোনো সত্ব নেই। উক্ত সুস্তারীর সকল সম্পত্তির বর্তমান হাল রেকর্ডিয় খাজনা খারিজ করা মালিক, ঐসকল কথিত ইজারাদারদের কাছে ইজারা সম্পর্কীয় বিষয়ে জানতে চাইলে এবং উক্ত সম্পত্তিতে মাটি খনন ও ভরাট কাজ বন্ধ করতে বলায় তাহারা ক্ষিপ্ত হয়ে মরহুম মীর আনোয়ার হোসেনের বাড়িতে এই হামলা চালায়।
হামলাকারীদের ফুটেজ
হামলাকারীরা দাঙ্গা হাঙ্গামা করার সময় বলতে থাকে যে আজমেরী ওসমানকে গালি দিয়েছে। এই বলে সন্ত্রাসীরা উক্ত বাড়ির সামনে এসে সদর গেটে তান্ডপ চালায়। উল্লেখ্য যে উক্ত বাড়ির ভিতরে এসিআই ঔষধ ফ্যাক্টরির কোটি কোটি টাকার ঔষধের গোডাউন রয়েছে।
কথিত ইজারাদার
এমতাবস্থায় পরিস্থিতি ব্যাগতিক দেখে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানায় সংবাদ দিলে কিছুক্ষন পরে দায়িত্বরত পুলিশ অফিসার সহ একটি পুলিশ ফোর্স আগমন করে। পুলিশ এসে ঘটনার সত্যতা পায়। এ বিষয়ে মরহুম মীর আনোয়ার হোসেনের সহধর্মিনী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত ঘটনাটি তিনি প্রতিনিধির মাধ্যমে পুলিশ সুপারকেও অবহিত করেছেন। মরহুম মীর আনোয়ার হোসেনের সহধর্মিনী উক্ত ঘটনাটির সঠিক আইনানুগ ব্যবস্থা নিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এবং ভূমি দস্যুদের কবল থেকে তাদের নিজস্ব ভূমি দখলের পায়ঁতারাকারীদেরও আইনানুগ শাস্তির দাবি জানান।
দুসসনি-নি:প্র:
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply