নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শেরে বাংলা নগর কলেজ গেট এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে এই ঘটনা ঘটেছে।
হানিফ নারায়ণগঞ্জ রুপগঞ্জ উপজেলার থামাছি গ্রামের বুইদ্দা মিস্ত্রীর ছেলে। তিনি ডাকাতি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন র্যাব।
র্যাব-২ এর ডিএডি আজাদ জানান, রাতে তাদের একটি টহল দল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের রাস্তায় দায়িত্ব পালন করছিল। তখন একটি অটোরিকশা থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়া হয়। জবাবে র্যাবও পাল্টা গুলি চালালে হানিফ মিয়া নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হানিফ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে রবিবার ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএডি আজাদ আরও জানান, হানিফের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply