কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ফিস ফ্রাই (ভাজা মাছ) খেয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯ টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে ফিস ফ্রাই (ভাজা মাছ) খান ফেরদৌস আলম পর্যটক দম্পতি। সামুদ্রিক মাছ ভাজা (ফিস ফ্রাই) খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া পর্যটক ফেরদৌস আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতলে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়।
মারা যাওয়া পর্যটক ফেরদৌস আলম (৩৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মসজিদ সড়ক এলাকার রফিউল আলমের ছেলে। চাকরি সূত্রে তারা থাকতেন ঢাকা মিরপুর-১ আনসার ক্যাম্প আহম্মদ নগর পাইকপাড়া এলাকায়।
মৃত পর্যটকের স্ত্রী ফারজানা আকতার জানিয়েছেন, তারা স্বপরিবারে শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছেন। তারা কলাতলীর সুগন্ধা পয়েন্টে কক্স-ইন হোটেলের ৩০৪ নং কক্ষে উঠেন। হোটেল থেকে শুক্রবার সন্ধ্যায় তারা ঘুরতে বের হয়ে সুগন্ধা পয়েন্টে গিয়ে ডাব ও ফিস ফ্রাই ( ভাজা মাছ) খান।
কিছুক্ষণ পর তার স্বামী অসুস্থ বোধ করেন । ফেরদৌস আলমকে স্থানীয় একটি ফার্মেসীতে দেখানো হলে,তারা তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। রাত ৯টার দিকে ফেরদৌস আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে সেখানে তার মৃত্যু হয়।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক এসএম নাওশাদ রিয়াদ জানান, ওই পর্যটককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ প্রাথমিক পরীক্ষা করে ধারণা করা হচ্ছে, হৃদরোগ অথবা খাবারে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply