নিজস্ব প্রতিবেদকঃ “মিরপুরে করোনায় আক্রান্ত হয়ে যে ব্যক্তি আজ মারা গিয়েছেন, তিনি কিংবা তার পরিবারের কেউই বিদেশ থেকে আসেন নি … তিনি অসুস্থ হয়ে কল্যাণপুরে চিকিৎসা নিতে যান গত মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০ তারিখে !!
সেখানের ডাক্তার তাকে মিরপুরের হাসপাতালে পাঠান … শ্বাসকষ্টের সমস্যা আছে দেখে ডাক্তার করোনার আশঙ্কায় ঐ ব্যক্তিকে করোনার টেস্ট করতে বলেন !!
করোনার টেস্ট করার একমাত্র জায়গা IEDCR এ যোগাযোগ করা হলে তারা বরাবরের মতই বলে, রোগী বিদেশফেরত না, তাই তার টেস্ট করা যাবে না … সরকারের অনেক উচ্চপদস্থ লোকের তদবিরের পর তার টেস্ট করা হয় এবং দেখা যায়, করোনা পজিটিভ তার !!
এবার একটু চিন্তা করেন … ১৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সেই ব্যক্তি করোনা নিয়ে কত জায়গায় গিয়েছেন … বাজার, মসজিদ, হাসপাতাল, বাসা – আমার মনে হয় না কোন জায়গা বাদ আছে !!
তার পরিবার, তার বিল্ডিং এর মানুষ, তার আশেপাশের সব মানুষ, তাকে ট্রিটমেন্ট দেয়া হাসপাতালের নার্স-ডাক্তার-ওয়ার্ডবয় … কত জায়গায় এই ভাইরাস ছড়িয়ে গিয়েছে – কোন ধারণাই নেই আমাদের … সেই মানুষগুলোই আবার কত জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তার হিসেব নেই !!
তিনিও একজন Random মানুষের কাছ থেকেই ভাইরাসে আক্রান্ত হয়েছেন … সেই মানুষ কোথায়? … তার আশেপাশের মানুষ কোথায়?
আমরা আসলে ভাবতেও পারছি না কতটা ভয়াবহ অবস্থা চারপাশে … চায়ের দোকানে যে কাপে চা খাচ্ছেন, সেই কাপটা হয়তো ভাইরাসে আক্রান্ত কেউ স্পর্শ করে গেছে … যে পলিথিনের ব্যাগ হাতে ধরে বাজার নিয়ে আসছেন বাসায়, যে সিড়ির রেলিং ধরে হাঁটছেন, যে লিফটের বাটন প্রেস করছেন – You never know … You never know how you’re being affected !!
আজকে World Health Organization (WHO) এর প্রতিনিধি এসে আমাদের মেয়র সাঈদ খোকনকে অনুরোধ করে গেছেন যেন বাংলাদেশকে ইমিডিয়েটলি লকডাউন করা হয় … এখনই লকডাউন না করা হলে ভয়াবহ অবস্থা হতে পারে – এটা বুঝার জন্য কমন সেন্স বাদে আর কিছুই লাগে না !!
আমি জানি না, ঠিক কিভাবে চিৎকার করে অনুরোধ করলে সেই চিৎকার সরকারের কান পর্যন্ত পৌঁছাবে … আমি জানি না, ঠিক কতগুলো মৃত্যুর খবর কানে আসলে এই দেশের মানুষ একটু ভয় পাবে, একটু সচেতন হবে !!
আমরা ভালো নেই, আমরা নিরাপদে নেই … এই মুহুর্তে হয়তো খালি চোখে দেখতে পাচ্ছি না … কিন্তু আমরা আসলেই ভালো নেই !!”
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply