নিজস্ব প্রতিবেদকঃ গোবিন্দগঞ্জের ফাঁসিতলা হাট থেকে দোকান খোলা রাখার অপরাধে অর্থ দাবি করে ব্যবসায়ীদের চড়-থাপ্পর মারায় সাইফুল নামে ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। সে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জগদীশপুর গ্রামের মৃত্যু হাফিজুরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা আনুমানিক ১১ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা হাটের দোকানে দোকানে গিয়ে সাইফুল নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দোকান খোলা কেন? মাক্স নাই কেন? বলেই দোকানদারদের চড় থাপ্পড় মারতে থাকে এবং অর্থদাবি করে। এসময় বেশ কয়েক জনকেও মারধর করে। কিন্ত অর্থ আদায়ের বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহ হলে তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। ভুয়া ম্যাজিস্ট্রেট সাইফুলের পড়নে সেনাবাহিনীর একটি গেঞ্জি ও প্যান্ট ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ এ কেএম মেহেদী হাসান জানান, সাইফুল ফাঁসিতলা হাটের বিভিন্ন দোকান খোলা কেন, মাক্স পড়েনি কেন এ নিয়ে দু একজনকে চড়-থাপ্পর মারে। টাকা চেয়েছে কিনা জানা নেই এবং এ ব্যাপারে কোন অভিযোগও নেই।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply