অনেকেই জানতে চেয়েছেন গতকাল সিঙ্গাপুরে কতজন বাংলাদেশী করোনা-ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতিদিন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয় কোন দেশের কতজন নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে । কিন্তু গতকালের আপডেট এখনো জানানো হয়নি। তাই গতকাল কতজন বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তা জানাতে পারছি না।
গতকাল জানানো হয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত ১২০ জনের মধ্যে ৪ জন বাহিরের দেশের সাথে লিংক রয়েছে। ১১৬ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে৷ এরমধ্যে ৩৯ জন সিঙ্গাপুরের নাগরিক অথবা পার্মানেন্ট রেসিডেন্স (PR) বাকি ৭৬ জন Long term work pass holder. তারমানে ৭৬ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন৷ কিন্তু কোন দেশের কতজন তা জানানো সম্ভব হয়নি।
আমরা আপডেট পাওয়ার সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৩ জনে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মহাখালীস্থ বিসিপিএস ভবনের সম্মেলন কক্ষে (আইপিএস ভবনের পাশে) সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা/প্রতিনিধিদের সাথে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি একটি সভায়। অবশ্য এটি করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিং নয়।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply