দেশের প্রথম রেডজোন (ক্লাস্টার এরিয়া) হিসেবে ঘোষণা দেয়া নারায়ণগঞ্জে ৪৮ ঘন্টা পরেই পুরো নারায়ণগঞ্জকে লকডাউন (অবরুদ্ধ) করার ঘোষণা দেয়া হয়েছে গত ৭ এপ্রিল রাতে। মহামারী করোনা-ভাইরাস (কোভিড-১৯) এর কড়াল ছোবলে একের পর এক ঝরে যাচ্ছে প্রাণ। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা-ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭৫ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। শুক্রবার দুপুরে জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সাংবাদিকদের এই তথ্য জানান।
এরআগে শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সূত্রে জানা গেছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরা ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৭। নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন এবং মোট শনাক্তের সংখ্যা ৪২৪ জন।
বৃহস্পতিবার পর্যন্ত আই্ইডিআরসি’র তথ্য অনুসারে শুধু নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা ছিলো ৫৯ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত নতুন ১৬ জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ইতোমধ্যেই করোনা ভাইরাস সংক্রমণের দিকথেকে ঢাকার পরেই অবস্থান করছে। সরকারি হিসেবে নারায়ণগঞ্জে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply