ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে ১২ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এসময় ৩ জনকে গ্রেফতার করা হয়।
মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকতা বিপুল চন্দ্র দাস অভিযান চালিয়ে মনপুরা হাজির হাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন গ্রামের কাওসারের বাড়ি থেকে সরকারি চাল জব্দ করেন। ওই চাল স্থানীয় ইউপি সদস্য আবদুল রব রেখে ছিলেন। এ সময় কাওসার, আলী আজগর, হারুনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য আবদুর রবসহ ৪ জনের বিরুদ্ধে মনপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে মঙ্গলবার দুপুরে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দলিলউদ্দিন খায়ের হাট বাজার সংলগ্ন মিজি বাড়ির মুদি ব্যবসায়ী জুয়েলের বসত ঘর ও দোকান থেকে উপজেলা প্রশাসন ও ওসি অভিযান চালিয়ে ১০ টাকা মূল্যের ৩৮ বস্তা চাল উদ্ধার করে। এসময় ব্যবসায়ী জুয়েল ও তার ভাই কচিকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও মঙ্গলবার ভোলার লালমোহন উপজেলায় ৪০ মেট্রিক টন চাল বস্তা বদল করা ও সরকারি চালের খালি বস্তা পাওয়ার অপরাধে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনের ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply