সরিষবাড়ী থানা কেন্দুয়া উপজেলায় ভবানী পুর চৌরাস্তা এরিয়ার বিএনপি নেতা কর্মী, সরকারি ১২৬ বস্তা (৫০ কেজি) চাউলসহ ২জনকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। রোববার (২৫ এপ্রিল) দুপুরে কেন্দুয়া বাজার এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় এবং ১২৬ বস্তা চাউল জব্দ করা হয়। পুলিশ জানায়, মুলহোতা বাবু পলাতক রয়েছে।
গ্রেফতারকৃতরা হল-সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের আমজাদ হোসেন এবং মোঃ রুকেল হোসেন বাউসি বাজার (৩৮)
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবানী পুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২৬ বস্তা সরকারি চাউলসহ ওই ২জনকে গ্রেফতার করা হয়। তারপর জেলা প্রশাসনের সহায়তায় ১২৬ বস্তা চাউল জব্দ করা হয়।গ্রেফতারকৃতরা সরকারি চাউল বাজারজাত করার উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করছিল বলে জানায় পুলিশ।
সদর উপজেলা নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আলমগীর হোসেন জানান, জেলা পুলিশের একদল চৌকষ অফিসারের নেতৃত্বে এক অভিযানে সরকারি চাউলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মুল হোতাকে গ্রেফতার করা গেলে আসল রহস্য বেরিয়ে আসবে। তিনি জানান, সরকারি ত্রাণের চাউল নিয়ে কারসাজি বা আত্মসাৎ করে কেউ রেহাই পাবেনা। এই কুকর্মের সাথে যারা যারা জড়িত সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।
এ সময়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ উরাঁও, জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply