গাজীপুর মহানগরের সকল মসজিদে মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, মুসলমানদের জন্য বছরের সবচেয়ে উত্তম মাস রমজান মাস। আর এই রমজান মাসে মুসলমানগণ প্রতি দিন মসজিদে গিয়ে তারাবি নামাজ আদায় করে থাকেন। তাই মুসল্লিদের সুবিধার্থে মসজিদ খুলে দেয়া হলো।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা মসজিদে যাবেন। এক মহল্লার লোক অন্য মহল্লায় যাবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের নিয়ম মেনেই মুসল্লিরা মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply