নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ক্রমশই এগিয়ে আসছে উপকূলের দিকে। ইতিমধ্যে উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়। উপকূলীয় দ্বীপজেলা ভোলায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সতর্কতামূলক নির্দেশনা দেয়ার পাশাপাশি ১ হাজার ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার কথা বলা হয়। এছাড়া সব স্কুল-কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুতির নির্দেশনা দেয়া হয়। অপর দিকে সিপিপি ও রেড ক্রিসেন্ট এর ১০ হাজার ২০০ ভলেন্টিয়ার প্রস্তুত রাখা হয়।
প্রস্তুত রয়েছে ১০০ টি মেডিক্যাল টিম। এছাড়াও ঝুঁকিপূর্ণ বিচ্ছিন্ন চরগুলো থেকে নিরাপদ আশ্রয়ে মানুষকে এখনি সরিয়ে নিয়ে আসার জন্য সভায় সিদ্ধান্ত নেয়া হয়। করোনার সতর্কতা স্বাস্থ্যবিধি মানার জন্য সাইক্লোন শেল্টারগুলোকেও নির্দেশনা দেয়া হয়েছে ।
সভায় অন্যান্যদের মধ্যে রেডক্রিসেন্ট, সিপিপি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ, উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন , ঘূর্ণিঝড় মোকাকেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শহরের সতর্কতা মাইকিং করেছে।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচ্ছিন্ন চরের মানুষদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা করা হচ্ছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply