নিজস্ব প্রতিবেদকঃ ঈদের সময় চট্টগ্রামে পর্যটন কেন্দ্রগুলোতে জন সমাগন না করতে নগরবাসীর প্রতি অনুরোধ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। এ নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয় পুলিশের পক্ষ থেকে।
সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর বলেছেন ‘করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে পর্যটন কেন্দ্রগুলোতে ঈদে জন সমাগম না করতে অনুরোধ করা হচ্ছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জানা যায়, গত ১৮ মার্চ থেকে নগরীর পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, ফয়েজলেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের সমাগম নিষিদ্ধ করা হয়। বর্তমানে এসব পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। কিন্তু ঈদে এসব এলাকায় ফের জন সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই ফের এসব পর্যটন কেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply