যে মানুষটা একসময় বলতো টেনশন করো না. আমি আছি তো একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ আর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা।
কাউকে ভুলে যাওয়াটা কঠিন কিছু নয়। কিন্ত কাউকে চিন্তে পারাটা সত্যিই খুব কঠিন। অতিরিক্ত অহংকারীদের শাস্তি কম, কষ্ট বেশি। ভালোবাসা মানে শুধু শাসন করা নয় ভালোবাসা মানে নিজের থেকেও বেশি কাছের মানুষ গুলার খেয়াল রাখা, যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনো সম্পর্কই ছিল না।
সেটা হোক বাবা, মা, ভাই, বোন বা বন্ধুত্ব যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রিয় মানুষ গুলোর কাছে সবসময় দুর্বল থাকে। ভালবাসলেই যে ভালবাসা পাবে এটা ভাবা ভুল কারণ দুনিয়াটা স্বার্থপর শুধু নিতেই জানে দিতে নয়। সময়টা একটু খারাপ হলেই বুঝা যায় কে কতটা আপন।
-কথা আক্তার
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply