র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ দেশীয় মদ বিভিন্ন মাদক বিক্রেতার নিকটে পাইকারী বিক্রয় করে থাকে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়।
তদপ্রেক্ষিতে ৩০/০৫/২০২০ ইং তারিখ বিকালে র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী দেশীয় মদ এর চালান নিয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দক্ষিন দৌলতদিয়া মুছা মাতুব্বর পাড়া এলাকায় অবস্থান করছে। এর প্রেক্ষিতে ফরিদপুর র্যাব ক্যাম্প উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ আক্কাস মোল্লা(৫৮), পিতা- মৃত জয়নুদ্দিন মোল্লা, সাং-রমজান মাতুব্বর পাড়া, ২। মোঃ রাজিব খান (৩০), পিতা-মোঃ দুলাল খান, সাং-সাখের ফকির পাড়া, ৩। মোঃ রুবেল সরদার (২৮), পিতা-মোঃ বাচ্চু সরদার, সাং-মুছা মাতুব্বর, সর্ব থানা- গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীদেরকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের হেফাজত হতে ২১০ (দুইশত দশ) লিটার দেশীয় মদ ও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ০১টি ইজিবাইক এবং ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী।
উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদ ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply