জিপিএ ৫ পেতেই হবে এই ধরনের উন্মাদনার কারণে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ব্যাহত হয়। তবে এবছর এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে সব বোর্ড মিলে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। যা গত বছরের চেয়ে প্রায় ৩০ হাজার বেশি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
এছাড়া সম্পূূর্ণ প্রস্তুত এইচএসসি পরীক্ষার জন্য। তবে করোনা পরিস্থিতির কারণে বলা যাচ্ছে না কবে নাগাদ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
রোববার (৩১ মে) এসএসসির ফল প্রকাশ নিয়ে অনলাইন ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, কলেজে ভর্তির জন্য প্রক্রিয়া শুরু করা হবে অনলাইনে। তবে এখনো সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জটিলতা রয়েছে। এসব বিষয়ে পরবর্তী বৈঠকে করণীয় নির্ধারণ করা হবে। পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না এই মুহূর্তে।
৬৬৬ নম্বরে ফোন করে যাদের ইন্টারনেট নেই, তারা শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন। অনলাইন ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টা চলছে। সব শিক্ষার্থীর কাছে পৌঁছানোর উদ্যােগ নেয়া হবে যতটা সম্ভব বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হওয়া এবং ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি থাকায় পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।
All Rights Reserved: Duronto Sotter Sondhane (Dusos)
Leave a Reply